১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমু

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল জোটগতভাবেই অংশ নেবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু। বলেছেন, জোটের আসন বিন্যাস প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার ( ডিসেম্বর) রাজধানী ঢাকায় ইস্কাটনে নিজের বাসায় সাংবাদিকদের কথা বলেন। তিনি আরও বলেন, বুধবার ( ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ।  সোমবার ১৪ দলের নেত্রী একটি সভা করেছেন। সেখানে বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে, আসনের কথা উঠে এসেছে।

এদিকে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, জোট আছে। জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। আসন ভাগাভাগির বিষয়টা নিষ্পত্তি হবে বলেও আশা তার।  জানান, যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী উঠে যাবে।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর