গ্রেফতার আতংকে দেশের দুই কোটি মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে ফেরারি জীবনযাপন করছে বলে অভিযোগ বিএনপির। দলের নেতাকর্মীদের ‘মুক্তিকামী জনতা’ অভিহিত করে তারা বলছে, গেল দুই মাসে দেশের প্রায় ২০ হাজার ‘মুক্তিকামী’ জনতাকে বন্দি করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গত ২৩ জুলাই থেকে এ পর্যন্ত গড়ে দৈনিক ১৯৫৬ জন গ্রেফতার হয়েছে। আর বিনা অপরাধে ও পরোয়ানায় আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্টমন্ত্রী। রাজধানী ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এর আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফেরারি ও গ্রেফতার হওয়া নেতাকর্মীর সংখ্যা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন- যারা অপরাধ করেছে, তারাই গ্রেফতার হয়েছে। দৈনিক গড়ে গ্রেফতারের প্রায় সমান সংখ্যকই প্রতিদিন জামিন পাচ্ছেন। পুলিশ বা র্যাব যাদের গ্রেপ্তার করেছে, তারা অগ্নিসংযোগ করেছে। এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার খতিয়ানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ হাজার ‘ভুয়া’ মামলা করা হয়েছিল। যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না। এসব মামলার কোনো সাক্ষ্য-প্রমাণ ছিল না।
বিডি/এন/এমকে