দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তনের কথা বলেছে তারা। যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।
বুধবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির এক সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্বাচনকে অস্থিতিশীল করতে সবসময়ই একটি পক্ষ সক্রিয় থাকে। সেসব যেন না হয়, নির্বাচন কমিশন থেকে এজন্যই প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। প্রতিনিয়তই নিরাপত্তা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদের আটক করছে বলেও জানান তিনি।
সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে।
বিডি/এন/এমকে