দেড় মিলিয়ন ডলার অনুদান দিয়েছে চীন

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩

দেশে আশ্রয় নেওয়া ৬০ হাজারের বেশি রোহিঙ্গা নারী কিশোরীদের জন্য ১. মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় হবে এ অর্থ। বুধবার ( ডিসেম্বর) ইউএনএইচসিআরের ঢাকা ফিস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

চীন এ অনুদানকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করেছে টাকায় পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৫০ লাখ টাকা ( প্রতি ডলার = ১১০ টাকা ধরে)

ইউএনএইচসিআর জানায়,  এ ৬০ হাজারের বেশি নারী কিশোরীদের বয়স ১২ থেকে ৫০ বছরের মধ্যে। ২০২৫ সাল পর্যন্ত চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির মাধ্যমে এর সুফল পাবেন তারা। চীনের সহায়তায় লাখ ৫০ হাজারের বেশি হাইজিন কিট তাদের কাছে পৌঁছে দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি ইউএনএইচসিআর। এর পাশাপাশি চীনের অনুদানে মিলবে গোসল কাপড় ধোয়ার সাবান, এবং বালতিসহ কিছু সামগ্রী। সর্বোপরি সীমিত পরিসরে জীবিকামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করার প্রয়াস পাবেন তারা।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর