বিশ্বের ১০০ প্রভাবশালী নারীদের একজন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩

বিশ্বের প্রভাবশালী যে ১০০ নারী রয়েছেন, তাদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রভাবশালী নারীদের এ তালিকায় তার অবস্থান ৪৬তম স্থানে। গতবছরে এ তালিকায় তাঁর অবস্থান ছিল ৪২ নম্বরে।

মার্কিন অর্থ বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস এ তালিকা করেছে। রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি প্রযুক্তিখাতে নেতৃস্থানীয় ভূমিকা বিবেচনা করা হয় এ তালিকা তৈরিতে।  পৃথিবীর প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ ১০০ জনকে বেছে নিয়ে তালিকাটি প্রকাশ করে ফোর্বস।

এই বছর ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। এরপরে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড। তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস বলছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা ওয়াজেদ।  বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। ৫ম মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে ভোটারদের দমনের অভিযোগ থাকলেও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর