সৈয়দপুরে কর্মীসভায় উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক লাঞ্ছিত

নীলফামারী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলুকে লাঞ্ছিত করা হয়েছে। নীলফামারী- আসনে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীসভায় এ ঘটনা ঘটে। অভিযোগ তার দলের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন তাকে লাঞ্ছিত করেছেন। এনিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ( ডিসেম্বর) রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে কর্মী সভা হয়। সেখানে সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলুকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এনিয়ে তিনি দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন ধাক্কা দিয়ে তাকে বসিয়ে দেন। তখন তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা থেকে হাতাহাতি শুরু হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত নেতারা তাদের থামিয়ে দেন। পরে হিটলার চৌধুরীকে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়।

সভায় আওয়ামী লীগের প্রার্থী কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলসহ সৈয়দপুর উপজেলা, পৌর এবং কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হিটলার চৌধুরী ভলু বলেন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন একক কর্তৃত্ব চালাতে চায় দলে। তাই তিনি এমপি প্রার্থী জাকির হোসেন বাবুলকে একাই নিয়ন্ত্রণের অপচেষ্টায় লিপ্ত। তাই আমাকে অন্য পক্ষের তকমা দিয়ে দূরে সরিয়ে রাখতে তৎপর। এ জন্য সভায় কথা বলতে দেয়নি। আমি মৌখিকভাবে প্রশাসন জেলা আওয়ামী লীগের নেতাদের বিষয়টি জানিয়েছি।

সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন মুঠোফোনে বলেন, ভলু চৌধুরীকে পরিকল্পিতভাবে সভা পন্ড করতে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার কথার মাঝে সে অসৌজন্যমূলক আচরণ করেছে। তাকে সবাই থামিয়ে দিলেও উগ্রতা দেখিয়েছে। ইতোপূর্বেও তারা সভায় বিশৃঙ্খলা করে বের হয়ে গেছে। অবশ্যই তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর