মন্তব্য
বলিউড তারকা প্রিয়াংকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়া প্রসঙ্গে আমেরিকান পপ গায়ক নিক জোনাস বলেন, অন্যান্য প্রেমিকাদের থেকে প্রিয়াংকা আলাদা। আর সেটা হলো ‘বন্ধুত্ব’।
নিক মনে করেন, প্রিয়াংকা এবং তার গভীর বন্ধুত্বই তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। তিনি জানান, সম্পর্কে জড়ানোর আগে থেকেই একে অপরকে খুব ভালোভাবে চিনতেন তারা। এই চেনাশোনা থেকেই বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বকেই ভালবাসার সম্পর্কে রূপ দিয়েছিলেন তারা।
প্রিয়াংকাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করেন নিক। নিক জানান, যখনই তিনি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারেন না, স্টুডিওতে গিয়ে সুর বাঁধেন তিনি এবং সেই সুরগুলো শুনে খুশি হন প্রিয়াংকা।
আনন্দবাজার