১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলিয়ান ফরম্যাট ‘সিরিআ থেকে সিরি-বি’ তে নেমে গেল ব্রাজিলের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব সান্তোস। ফুটবল সম্রাট পেলে এবং নেইমার জুনিয়র এ ক্লাবে খেলেছেন। চলতি মৌসুমে লিগের শেষ দিনে ফোর্তালেজার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়ায় এ অবনমন ঘটল ক্লাবটির।
লিগের চলতি মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে জয় পায় সান্তোস। ১০টিতে ড্র পেলেও ১৭ বার হারের মুখ দেখতে হয়েছে তাদের। শেষ দিনে ড্র করলেও এ অবনমন এড়াতে পারতো তারা। ৩৭তম ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট ছিল ৪৩ আর বাহিয়ার ছিল ৪১।
কিন্তু বৃহস্পতিবারের কোন ফলই সান্তোসের পক্ষে আসেনি। নিজেরা ফোর্তালেজার কাছে ২-১ গোলে হারলেও ঠিকই জয় পেয়েছে বাহিয়া। ৪-১ গোলের ব্যাবধানে অ্যাতলেটিকো এমজির বিপক্ষে জয় পেয়েছে তারা। ফলাফল ৩৮তম দিনে সান্তোসের পয়েন্ট আটকে থাকে ৪৩এ। ৪৪ পয়েন্ট নিয়ে বাহিয়া চলে যায় রেলিগেশন জোনের বাইরে।
ব্রাজিলিয়ান সিরি-আ এর ফরম্যাট অনুযায়ী, অবনমনে যায় চার দল। ১৭তম স্থান থেকে শেষের চার দল থাকে এ তালিকায়। বিপরীতে শীর্ষ চার দলের জায়গা হয় কোপা লিবার্তোদেরেসে। এবারের লীগে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। আর সেরা চারে জায়গা পেয়েছে গ্রেমিও, অ্যাটলেটিকো এমজি এবং ফ্ল্যামেঙ্গো।
বিডি/এস/এমকে