মন্তব্য
দেশের ৩৩৮ থানার অফিসার ইন-চার্জকে (ওসি) বদলি করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বদলি সংক্রান্ত পাঠানো প্রস্তাব বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৬ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রস্তাব ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সব ওসিকে বদলির বিষয়ে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেয় ইসি। চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির সিদ্ধান্ত নিয়েছে ইসি। যেসব থানায় ওসির বর্তমান কর্মকাল ছয় মাসের অধিক হয়েছে তাদের বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
বিডি/এন/এমকে