নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে গুরুদাসপুর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়।
জানা গেছে, গুরুদাসপুরে চলতি মৌসুমে ৩০ টাকা কেজি দরে ২৬৭ মে.টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৯৭৮ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল সরবরাহের জন্য ১০ জন হাস্কিং মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান,মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শেখ ফরিদসহ মিলার ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে