মঞ্চে ফিরছেন তানভীন সুইটি

১৮ মার্চ ২০২১

টিভি নাটকের কাজেই বেশি ব্যস্ত থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি। তবে মঞ্চ নাটকেও তিনি সক্রিয়। থিয়েটার নাট্যদলের সদস্য হিসাবে ‘মুক্তি’ নামের নাটকে নিয়মিত অভিনয় করেন।

দীর্ঘ দেড় বছর পর নতুন একটি নাটক নিয়ে মঞ্চে ফিরছেন এ অভিনেত্রী। নাম ‘যামিনী না যেতে’। বর্তমানে নাটকটির মহড়া করছেন সুইটি। রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদারের যৌথ নির্দেশনায় নাটকটি আগামী জুনে মঞ্চে আসবে।


মন্তব্য
জেলার খবর