পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

পঞ্চগড় প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন হবে ১২ ডিসেম্বর। দিনব্যাপী এ ক্যাম্পেইনে জেলায় সব মিলে এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  বৃহস্পতিবার ( ডিসেম্বর) বিকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী লাখ ৪২ হাজার ৪২২ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এক হাজার ৭৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য দুই হাজার ১৫৪ স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সিভিল সার্জন বলেন, শিশুদের জন্য ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে মাসের কম বয়সী শিশু, বছরের বেশি বয়সী শিশু, মাসের মধ্যে ভিটামিন- ক্যাপসুল খাওয়া শিশু এবং মারাত্মক অসুস্থ শিশুকে ভিটামিনপ্লাস খাওয়ানো হবে না। সব শিশুকে অবশ্যই ভরা পেটে ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে হবে।

সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর