বৃষ্টির পরে জেঁকে বসতে পারে শীত

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিগজাউম প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি হচ্ছে। শুক্রবারও ( ডিসেম্বর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আর বৃষ্টির পরে জেঁকে বসতে পারে শীত। এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

এদিকে শুক্রবার ( ডিসেম্বর) তাপমাত্রা দিন রাতে কমপক্ষে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে পরবর্তী কয়েকদিন। ডিসেম্বরের মাঝামাঝি শেষ দিকে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) সকাল নয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে,  দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী বর্ষণ। সময় সারাদেশে তাপমাত্রা - ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর