কিশোরগঞ্জ জেলার ৮ থানার ওসি বদলি

Super Admin
০৮ ডিসেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদের বদলি করা হয়।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) রাতে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে অনুযায়ী, জেলার কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায়, পাকুন্দিয়া থানার ওসি মো. নাহিদ হাসনান সুমনকে হোসেনপুর থানায়, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুকে পাকুন্দিয়া থানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদকে কটিয়াদী মডেল থানায়, অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মোর্শেদ জামানকে বাজিতপুর থানায়, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেনকে নিকলী থানায়, নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানকে কুলিয়ারচর থানায় বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

#বিডি/মাহাবুবুর রহমান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর