শীত জেঁকে বসছে পঞ্চগড়ের জনপদে

পঞ্চগড় প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩

বৃষ্টির পরে শীত অনেকটাই জেঁকে বসছে পঞ্চগড়ের জনপদে। শুক্রবার (৮ডিসেম্বর) সকালটা কুয়াশার চাদরে ঢেকেছে। রীতিমতো ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল।শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮. ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন দেখা যায়, সকাল হলেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গবাদি পশুরাও ঠান্ডায় যেন জড়োসরে হয়ে রয়েছে। গাছ-পালা,ফুল-ফল, সবুজ ঘাস ফসলের মাঠও শিশিরভেজা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ অনুভব হচ্ছে।  জেলায় শীত যেমন আগে আসে, তেমনি শীত যায় অনেক পরে। যতই দিন যাচ্ছে, ততই ঠান্ডা বাড়ছে।

ব্যারিস্টার বাজার এলাকার ট্রাক চালক আবু সাঈদ জানান, ঘন কুয়াশার কারণে গাড়ির হেড লাইট জ্বালিয়ে ধীরে ধীরে চালাতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, হিমালয় কাছে হওয়ায় উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে আসে। তাই এখানে শীতের প্রকোপ একটু বেশি। ঘুর্নিঝড়ের প্রভাব কেটে গিয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ধীরে ধীরে তাপমাত্রা কমে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাবে।তবে ডিসেম্বর মাসের শেষ দিকে মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর