নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আ.লীগের: কাদের

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৩

সংবিধান মেনেই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? কোনও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আওয়ামী লীগের।

শুক্রবার ( ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচন ঘিরে নাশকতা, চোরাগোপ্তা হামলা চালানোয় বিএনপি ওপর নিষেধাজ্ঞা আসা উচিত বলে মনে করছেন ওবায়দুল কাদের। তার মতে, এগুলো সুষ্ঠু নির্বাচনে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায়, তাহলে বিএনপিসহ তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনও বাধা-বিপত্তি, হুমকি, নাশকতা, অগ্নিসন্ত্রাস নির্বাচনে বাধা হতে পারবে না। যারা নির্বাচনে বাধা দিতে আসবে, তাদের নির্বাচনমুখী ভোটাররাই প্রতিহত করবে।

 

বিডি/ আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর