সালমান শাহর ছবির গান নিয়ে পর্না

১৮ মার্চ ২০২১

এবার সালমান শাহ অভিনীত ছবির দুটি শ্রোতাপ্রিয় গান নতুন সংগীতায়োজনে রেকর্ড করবেন তরুণ কণ্ঠশিল্পী হিমাদ্রিতা পর্না।

গান দুটি হলো- তুমি আমার মনের মানুষ এবং তুমি আমার এমনই একজন। 

সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপার গাওয়া এই গান দুটি স্টেজ অনুষ্ঠানে একাধিকবার গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 


মন্তব্য
জেলার খবর