গত ১৫ বছরে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের অস্থাবর সম্পত্তি বেড়েছে ৩২ দশমিক ৫৪ গুণ। একই সঙ্গে আয় বেড়েছে ১৩ দশমিক ৭৪ গুণ। পাল্লা দিয়ে বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণও।
২০০৮ সালের নবম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাঁর দুটি হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়। পঞ্চগড়-২ আসনের প্রার্থী তিনি।
হলফনামা অনুযায়ী, ২০০৮ সালের নির্বাচনের আগে নুরুল ইসলাম সুজনের নগদ অর্থ ছিলো তিন লাখ ৩১ হাজার ৬৩৪ টাকা। ব্যাংকে ছিলো ৪ লাখ ৭০ হাজার ৬৭৯ টাকা। ২০২৩ সালে এসে তার নগদ অর্থ দাঁড়িয়েছে এক কোটি ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ এখন এক কোটি ৩৯ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে মোট অস্থাবর সম্পত্তি ছিলো ৮ লাখ দুই হাজার ৩১৩ টাকা। এটা গত ১৫ বছরে বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৬১ লাখ ১০ হাজার ৪৩৮ টাকায়।
ওদিকে ২০০৮ সালের নির্বাচনের আগে নুরুল ইসলাম সুজনের বার্ষিক আয় ছিলো ৭ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ ৪ হাজার টাকা এবং আইন পেশা থেকে ৬ লাখ ৬১ হাজার টাকা। ২০২৩ সালে বার্ষিক আয়ের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৫ লাখ ১২ হাজার ৭৩৭ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে দুই লাখ ৪৫ হাজার ৭২২ টাকা, বাড়ি ভাড়া থেকে দুই লাখ ৩৪ হাজার টাকা, শেয়ার/ব্যাংক আমানত থেকে ৪ লাখ ৪৮ হাজার ৯০৪ টাকা, আইন পেশা থেকে ২৪ লাখ ৩৪ হাজার ৭৪৭ টাকা, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে ভাতা ও সুযোগ সুবিধা থেকে ২৩ লাখ ৩৪ হাজার ৩৪৮ টাকা এবং মৎস্য থেকে ৪৮ লাখ ১৫ হাজার ১৬ টাকা।
টানা তিনবারের এ সংসদ সদস্যের ২০০৮ সালের নির্বাচনের আগে কৃষি জমি ছিলো ৮ একর। ঢাকার বাড্ডায় অকৃষি জমি ছিলো ৪ দশমিক ৯৫ কাঠা (প্লট)। বর্তমানে তার কৃষি জমির পরিমাণ ৩০ বিঘা এবং অকৃষি জমির মধ্যে ঢাকার বাড্ডায় ৪ দশমিক ৯৫ কাঠার প্লট, উত্তরায় ৫ কাঠার প্লট, বনশ্রীতে দুইটি ১১০০ বর্গফুটের ফ্লাট এবং ধানমন্ডিতে ১৮০০ স্কয়ার ফুট আয়তনের ২ দশমকি ৫ তলা সম্পন্ন পাকা বাড়ি রয়েছে।
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়া গ্রামে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৬ জানুয়ারিতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত তিনি।
বিডি/সি/এমকে