পঞ্চগড়ে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০০-১২০

পঞ্চগড় প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩

ভারত পেঁয়াজ রফতানি বন্ধের খবর ছড়িয়ে পড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতিকেজিতে বেড়েছে ১০০-১২০ টাকা। বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের একটি অংশ সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়েছে বলে মনে করছে ভোক্তারা।

সরেজমিন শনিবার বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দরে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ২১০-২২০ টাকা এবং দেশী পেঁয়াজ ২২০- ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের তুলনায় বেশি করে ক্রয় করার ফলে চাহিদা বেড়ে গেছে। ফলে দাম বৃদ্ধি পেয়েছে এ নিত্যপণ্যের। আবার অনেক আড়তদার বেশি লাভের আশায় পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। ফলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

খুচরা বিক্রেতা মিলন জানান, শুক্রবার পাইকারি দরে পেঁয়াজ কিনেছি ৯২ টাকা কেজি, সেই পেঁয়াজ শনিবার কিনতে হয়েছে ২০০ টাকায়। আমাদের তো ২১০-২২০ টাকা কেজি বিক্রি করতে হবে।

পঞ্চগড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা জানান, স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন। বেপারিরা সেখান থেকে আড়তে আনেন বা পৌঁছে দেন। তাদের নির্ধারিত দামে কমিশনের ভিত্তিতে আড়তে পেঁয়াজ বিক্রি হয়। শুক্রবার পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা। পেঁয়াজ রফতানি তিনমাস বন্ধ রাখার খবর শুনে পঞ্চগড়ের বাইরের ব্যবসায়ীরা এসে পেঁয়াজ নিয়ে গেছে। এতে বাজারে সংকট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, পেঁয়াজের দাম বৃদ্ধির খবর মার্কেটিং অফিসারের কাছে শুনেছি। বাজার মনিটরিংয়ের জন্য আমরা বের হবো।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর