করোনা: ২৪ ঘণ্টায় ১৮৬৫ রোগী শনাক্ত

১৮ মার্চ ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৬৫ জনের। একই সময়ে ১১ জন করোনা রোগী মারা গেছেন। এই রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫১০ জন।স্বাস্থ্য অধিদফতর বুধবার (১৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা রোগ শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জনের।এর মধ্যে মারা গেছেন আট হাজার ৬০৮ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি। শনাক্তের হার ১৩ ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৪৮১টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৭৫টি। শনাক্তের হার সাত দশমিক ৬৮। মৃতদের মধ্যে পুরুষ আট জন, বাকিরা নারী।বিভাগ ভিত্তিক ঢাকায় আট জন আর চট্টগ্রাম, খুলনা ও সিলেটে একজন করে আছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর