জাতিসংঘ মহাসচিবের দফতরে পাঠানো চিঠি একটা থ্যাংক ইউ নোট: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৩

জাতিসংঘ মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র‌্যাট্রের কাছে নির্বাচন ইস্যূতে একটি চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী . কে এম আব্দুল মোমেন। চিঠির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায়  ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী নিজেই। তার মতে চিঠিটি একটি থ্যাংক ইউ নোট, ব্যক্তিগত চিঠি। চিঠির বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ করা উচিত হয়নি।

শুক্রবার ( ডিসেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সাংবাদিকদের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী। সিলেট নগরের তোপখানা এলাকার সারদা হলে মৎস্যজীবী লীগের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম। তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। আমাদের একটা রেওয়াজ আছে, দেখা করলে একটা থ্যাংক ইউ নোট দেওয়া। এটা সেই থ্যাংক ইউ নোট। আমরা যেসব আলাপ করেছিলাম, সেগুলো চিঠিতে একটু বলেছি।

এ নিয়ে খবর প্রকাশ করায় সংশ্লিষ্ট একটি পত্রিকার নাম উল্লেখ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা লজ্জার বিষয়। এ দেশে অনেক লোক আছে, দেশের শত্রুর মতো অবস্থা তাদের। কিছু বাহবা পাওয়ার জন্য যা পায়, তাই মিডিয়াতে নিয়ে আসে।

 

উল্লেখ্য, গত ২০ নভেম্বর পাঠানো ওই চিঠির বিষয়ে শুক্রবার দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। খবরে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে অযথা, অযৌক্তিক  আরোপিত রাজনৈতিক চাপে রাখা হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘ সচিবালয়, বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতরের গঠনমূলক সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর