মন্তব্য
বৃষ্টির পর তাপমাত্রা কমেছে দেশে। আগামী ১৫ ডিসেম্বর বা তার পরবর্তীতে তাপমাত্রা আরও কমে যেতে পারে। তখন শীত জেঁকে বসতে পারে। তাছাড়া চলতি মাসেই দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার (৯ ডিসেম্বর) পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গাতে। রাজধানী ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, এখন আর গরম পড়ার কোনো সম্ভাবনা নেই। রোদ থাকলেও শীত শীত একটা আবহ থাকবে। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বিডি/এন/এমকে