শনিবার (৯ ডিসেম্বর) বার্ষিক সদস্য সভা করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১। সমিতির সদর দফতর চাটমোহরে সমিতি চত্বরে এ সভা হয়। সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি শামছুল আলম বাদশা। এটা তাদের ৩৩তম সদস্য সভা।
সভায় সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) শফিউল আলম, কোষাধ্যক্ষ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য দেন। তার আগে ৩২তম বার্ষিক সদস্য সভার কার্যাবলী পাঠ ও অনুমোদন করা হয়।
এদিকে সভা উপলক্ষ্যে গ্রাহক রেজিষ্ট্রেশনকরণ, পারস্পারিক যোগাযোগ ও প্রদর্শনীর স্টল ব্যবস্থা রাখা হয়। ছিল প্রশ্নপত্র জমা ব্যবস্থা, লটারি ড্র ও পুরষ্কার বিতরণ।
ওদিকে সভায় চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন, আরইবির উপপরিচালক আনোয়ার হোসেন, সহকারী পরিচালক শাহজালাল আহম্মেদসহ বিভিন্ন এলাকার এলাকা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে