তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শনিবার ( ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মারা যান। গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের জুনিয়র আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মইনুল হোসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার পিতা। ২০০৭ সালে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর