নীলফামারীতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয়েছে স্থানীয় ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানে। সাশ্রয়ী মূল্যে গরম কাপড় কিনতে সব শ্রেণী-পেশার মানুষ এসব দোকানে ভিড় জমাচ্ছেন।
ডোমার বাজারের রেললাইনের দুপাশে পুরাতন কাপড়ের দোকানের ক্রেতা-বিক্রেতারা জানান, পুরনো কাপড়ের দোকানে বেবী আইটেম, ব্লাজার, কোর্ট, জ্যাকেট, সুয়েটার, গেঞ্জি, প্যান্ট, হুডি, মিক্সড আইটেম সুয়েটারসহ সব ধরনের পোশাক রয়েছে। গত বছরের তুলনায় এবার দাম অনেকটা বেশি।
পুরাতন কাপড়র ব্যবসায়ী মামুন ইসলাম জানান- চীন, কোরিয়া, তাইওয়ান, জাপানসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে জাহাজে এ কাপড় বাংলাদেশে আনা হয়। সাধারণত চট্টগ্রাম থেকে এসব কাপড় কিনে থাকি আমরা। গত বছরের চেয়ে এবারে প্রতি লটের দাম ৪ থেকে ৫ হাজার টাকা বেশি বলে জানান তিন।
শুধু ডোমার উপজেলার ক্রেতারাই নয়, পার্শ্ববর্তী উপজেলা ডিমলা, জলঢাকা, দেবীগঞ্জ থেকে অনেক ক্রেতা এবং ব্যবসায়ী এখান থেকে কাপড় কেনেন। শীতের প্রকোপ বাড়ায় বিক্রি কিছুটা বেড়েছে। তবে হরতাল-অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
নাজমুল ইসলাম নামের এক ক্রেতা জানান, 'নতুন কাপড়ের দোকানে যে সব কাপড় হাজার টাকা, সেগুলো আমরা এখানে খুব স্বল্প দামেই কিনতে পারি।' সোহেল রানা নামের আরেক ক্রেতা জানান, '২০ টাকা থেকে শুরু করে যে কোনো দামের কাপড় এ বাজারে পাওয়া যায়। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের লোকেরাও এখান থেকে কেনাকাটা করে।'
ডোমার রেললাইনে পুরাতন কাপড়ের ৩০টি দোকানে ৬০-৬৫ জন ব্যবসায়ী ও কর্মচারী রয়েছে। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বেশ ভিড় থাকে এ বাজারে। নভেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারির শেষ পর্যন্ত বেশ জমজমাট থাকে এ দোকানগুলো।
বিডি/সি/এমকে