আজ দেশে আসছে মওদুদের লাশ, দাফন কাল

১৮ মার্চ ২০২১

সিঙ্গাপুর থেকে আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী,উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ। সন্ধ্যায় তার লাশ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় পৌছানোর কথা রয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আছর নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তার লাশ দাফন করা হবে। 

জানা গেছে, বিমানবন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হবে গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার সকালে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে একবার ও বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকবার জানাজা হবে। তার গ্রামের বাড়িতে বাদ আছর আরেক দফা জানাজা হবে। তবে স্পিকারের অনুমতি সাপেক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেক দফা জানাজা হতে পারে এই রাজনীতিবিদের।নয়াপল্টনে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামের বাড়িতে। 
এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বৃহস্পতিবার দলীয়ভাবে একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।  বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দিন দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

এমকে


মন্তব্য
জেলার খবর