সারা দেশে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ডাকা এ অবরোধ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সমমনা দল ও জোট পালন করবে।
রোববার (১০ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দ্বিতীয় বাকশাল কায়েম করতে চায়। ৭ জানুয়ারির নির্বাচন নিজেদের মতো করতে দেশব্যাপী গ্রেফতার অভিযান চালাচ্ছে সরকার। নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তারা।
তিনি আরও বলেন, সরকার ভেবেছিল হামলা-মামলা ও গ্রেপ্তার জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করে দেবে। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে বুক চিতিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে। গণতান্ত্রিক বিশ্ব ও দেশের জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।
বিডি/আরডি/এমকে