সারা দেশে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩

সারা দেশে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ডাকা এ অবরোধ  যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সমমনা দল জোট পালন করবে।

রোববার (১০ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দ্বিতীয় বাকশাল কায়েম করতে চায়। জানুয়ারির নির্বাচন নিজেদের মতো করতে দেশব্যাপী গ্রেফতার অভিযান চালাচ্ছে সরকার। নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তারা।

তিনি আরও বলেন, সরকার ভেবেছিল হামলা-মামলা গ্রেপ্তার জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করে দেবে। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে বুক চিতিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে। গণতান্ত্রিক বিশ্ব দেশের জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর