দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩

সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। রোববার (১০ ডিসেম্বর) সকাল টায় তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ তথ্য নিশ্চিত করে বলেন, মাসের শেষের দিকে মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে শনিবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সরেজমিনে দেখা যায়, ভোরে কুয়াশায় আচ্ছন্ন শহর গ্রামের বিভিন্ন জনপদ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। সকাল ১০ টার দিকেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গবাদি পশুরাও যেন ঠান্ডায় জড়োসরো।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে খুব ঠান্ডা বিরাজ করছে। যতই দিন যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। হিমালয় থেকে ঠান্ডা বাতাস বয়ে আসায় এখানে শীতের প্রকোপ একটু বেশি।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর