পুলিশ পাহারায় সাতক্ষীরায় বিএনপির মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায়  মানববন্ধন করেছে বিএনপি। রোবরার (১০ডিসেম্বর) জেলা  শহরের ইটাগাছা এলাকার  সড়কের পাশে এ মানববন্ধন হয়। পুলিশ পাহারার মানববন্ধন ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি আহবায়ক সৈয়দ ইফতেকার আলী। তারা বলেন, দেশে কোনো  মানবাধিকার নেই, নেই গণতন্ত্র। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার। বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছি।

তারা বলেন, সরকারকে জনদাবিকে মেনে নিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সাথে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাসহ দলের মহাসচিব এবং  কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর