প্রতি মাসেই সমন্বয় হবে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩

জ্বালানি তেল- ডিজেল, পেট্রোল অকটেনের মূল্য প্রতি মাসে সমন্বয় করা হবে। আন্তজার্তিক মান রক্ষা করে, সে প্রাইস অনুযায়ী সমন্বয় হবে। আগামী জুন থেকে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সমন্বয়ের ফলে মাসে মাসে দাম কমবে, আবার কখনও বাড়বে।

রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু বিশ্ববাজারের দাম উঠানামা করায় দর নির্ধারণ করতে কয়েক মাস দেরি হয়ে যায়। তাই আগামী বছরে  পেট্রোল, অকটেন ডিজেল- তিনটি পর্যায়ে তেলের ক্ষেত্রে ডায়নামিক প্রাইসে যাওয়া হচ্ছে।

ডায়নামিক প্রাইস বিশ্ব প্রচলিত বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, উন্নত বিশ্বে এটা অনেক আগেই চালু করা হয়েছে। অনেক দেশে জ্বালানি তেলের দাম প্রতিদিনই ওঠানামা করে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী এ প্রাইস নিয়ে সরকার কাজ করছে বলে জানা গেছে। প্রথমে পেট্রোল অকটেন, পরবর্তীতে বাকি জ্বালানির দাম সমন্বয় হবে।

 

বিডি/ই/এমকে



মন্তব্য
জেলার খবর