একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিযুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে এ রিটে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। ৬ ডিসেম্বর রিট আবেদন করলেও বিষয়টি রোববার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের জানানো হয়েছে। প্রহসনমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষায় এ রিট করা হয়েছে বলে জানান ইমাম হায়াত।
এ সপ্তাহেই বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলে আশা করছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, ৮ মে উচ্চ আদালতের নির্দেশে ইসির নিবন্ধন পেয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নির্বাচনী প্রতীক হচ্ছে আপেল।
বিডি/এন/এমকে