লকডাউনের চিন্তা-ভাবনা নেই

১৮ মার্চ ২০২১

দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও আপাতত লকডাউনের কোনও চিন্তা-ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় এই কথা বলেন। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রয়োজনে আবারও লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায় থেকে নেওয়া হয় । করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি না মানাটাই  সংক্রমণ বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ। তিনি বলেন, আমরা মাস্ক পরছি না, সামাজিক দূরত্ব বজায় রাখছি না। অনিয়ন্ত্রতভাবে বিয়ে, ওয়াজ-মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এসব অনুষ্ঠানে কেউ স্বাস্থ্যবিধি মানছে না, ৯৫ শতাংশ মানুষই মাস্ক ছাড়া। আর টিকা নিয়ে মনে করছি- আমরা করোনা প্রতিরোধ করে ফেলছি, বেপরোয়া হয়ে গেছি।  এসব কারণে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর