নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা, সে বিষয়টি যুক্তরাষ্ট্র এখনও নিশ্চিত করেনি। তবে ভারত, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ থেকে পর্যবেক্ষক আসবে।

রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে? প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

মুখপাত্র জানান, ইইউর এক্সপার্ট মিশন ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে পর্যবেক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ভারত থেকে তিনজন, ফিলিস্তিন থেকে ছয়জন আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। ওআইসি আরব লীগ থেকে কত জন আসবে, সেই তথ্যটা এখন জানা নেই।

মুখপাত্র বলেন, পাওয়া আবেদনগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।

ইসির হিসাবে, বিদেশি পর্যবেক্ষক হিসেবে নির্বাচন দেখতে ১৩১ জন আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। গত বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। ১৬ ডিসেম্বরের মধ্যে যোগ্য আবেদনগুলো অনুমোদন দেওয়ার কথা রয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর