ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পর দেশে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে একদিনের ব্যবধানে ২শ’ টাকার নিচে মিলছে না পেঁয়াজের কেজি। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাঠে রয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। যারা কালোবাজারি ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ডিবি ও ভোক্তা সংরক্ষণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১০ ডিসেম্বর) ঢাকায় মিন্টু রোডে ডিবি কার্যালয়ে পেঁয়াজ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তিনি জানান- কালোবাজারি ও বেশি দামে যারা পেঁয়াজ বিক্রি করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে বলেও জানান তিনি।
ডিবি প্রধান আরও বলেন, এ সময়ে কেউ কালোবাজারি, পেঁয়াজ মজুত করলে; বেশি দামে পেঁয়াজ বিক্রির পাঁয়তারা করলে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
এদিকে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রোববার (১০ ডিসেম্বর) ঢাকায় ৪ জায়গায় বাজার অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। তাদের ৪টি পৃথক টিম মাঠে কাজ করছে। তার আগের দিনে সারা দেশে একযোগে অভিযান চালিয়েছে এ সংস্থার ৫৭টি টিম। এর মধ্যে ঢাকায় ছিল ৪ টিম। বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে এদিনে ১৩৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের কাছে থেকে জরিমানা আদায়ের পরিমাণ মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারত। গেল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদফতর (ডিজিএফটি)। এদিকে এ ঘোষণার পর বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে।
বিডি/এন/এমকে