মন্তব্য
দেশের বাজারে ওঠতে শুরু করেছে নতুন মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ। আসতে শুরু করেছে। এ পেঁয়াজ বাজারে থাকবে তিন থেকে সাড়ে তিন মাস। এরপর আসতে শুরু করবে মূল পেয়াঁজ।
রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়। এদিকে নতুন পেঁয়াজ ওঠায় শিগগিরই পেঁয়াজের দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে মুড়ি কাটা পেয়াঁজ আবাদ হয়। এ পেঁয়াজ উৎপাদন হয় প্রায় আট লাখ টন । এবার গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে, উৎপাদন হবে আরও প্রায় ৫০ হাজার টন।
বিডি/এন/এমকে