নির্বাচনের পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

আগামী জানুয়ারি মাসে ঢাকায় মিরপুরের মাঠে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্টের আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল এ আসরের চূড়ান্ত সূচি দুই-একদিনের মধ্যে জানিয়ে দেবে।

সবকিছু ঠিক থাকলে ১৯ জানুয়ারি এ টুর্নামেন্ট শুরু হবে। দেশীয় দলের অংশগ্রহণে এ  টুর্নামেন্ট চলবে প্রায় দেড় মাস। ফাইনাল ম্যাচের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়ে মার্চ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

জানা যায়, এবারের আসরও আগের মতোই দেশের তিনটি ভেন্যুতে হবে। মিরপুরের শের--বাংলা স্টেডিয়াম ছাড়া বাকি দুটি ভেন্যু হলো- সিলেট এবং চট্টগ্রাম। উদ্বোধনী ফাইনাল ম্যাচ হবে মিরপুরে।

এবারও বিপিএলে মোট সাতটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা (আগের নাম ঢাকাডমিনেটরস), চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল এ টুর্নামেন্টে অংশ নেবে। জাতীয় দলের খেলোয়াড়রাও থাকবেন এসব দলে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত ঢাকার দলে তাসকিন আহমেদ; চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে তানজিদ হাসান তামিম; খুলনা টাইগার্সে আফিফ হোসেন; রংপুর রাইডার্সে সাকিব আল হাসান, ফরচুন বরিশালে তামিম ইকবাল, মাহমুদুউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মর্তুজা খেলবেন।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর