মন্তব্য
আপিলের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান। রোববার(১০ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পেয়েই তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর ভোট পাওয়ার বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
নাসিরুল খান সাংবাদিকদের বলেন, ‘চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে। চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে জাতীয় পার্টির কোনো খবর নেই। জাতীয় পার্টির ভোট কোথায়। পুরো আসনে জাতীয় পার্টির ১০টি ভোট নেই। ১৯৭০ সাল থেকেই কিশোরগঞ্জ-৩ আওয়ামী লীগের আসন।’
এ বিষয়ে জাতীয়
পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিডি/মাহবুবুর রহমান/সি/এমকে