ডিসি (জেশা প্রশাসক) সম্মেলনে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, জেলা প্রশাকসদের সঙ্গে রাজনীতির কোনও দ্বন্দ্ব নেই। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া তিন দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্থানীয় সরকারমন্ত্রী।
মন্ত্রী তাজুল ইসলাম জানান, সম্মেলনে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার দাবি জানান ডিসিরা। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য জনবল বাড়ানোরও তাগাদা দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন।
এমকে