আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে সহজে নামানো যাবে না। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা। বুধবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন। রাজধানীর তেজগাঁয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশবিরোধী অপশক্তি এখনও দেশে-বিদেশে সক্রিয় রয়েছে। তারা নানা অপতৎপরতার মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করতে চায়। এসময় ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে উন্নয়ন-অগ্রগতির পথ ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সোনার বাংলা গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতীক্ষার প্রহরের অবসান হতে চলেছে আজ। এমন এক সময়ে আমরা জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, যখন বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশের তালিকায় শামিল হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। ২ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে মাথাপিছু আয়। দারিদ্রের হার ২০ দশমিক ৫ শতাংশে হ্রাস পেয়েছে। দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর্থ- সামাজিক সূচকে বাংলাদেশ প্রভূত উন্নয়ন সাধন করেছে।
এমকে