পেঁয়াজের দাম এক সপ্তাহের মধ্যেই কমবে

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

এক সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। এ সময়ের মধ্যেই পেঁয়াজের দাম কমবে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর লাফিয়ে পেয়াজের খুচরা দর যে সময় ২শ’ ছুঁয়েছে, সে সময়ে এসে এ আশার কথা শুনালেন  তথ্য সম্প্রচারমন্ত্রী . হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে এ দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া, আমাদের সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। দাম বাড়ার কোনো কারণ ছিলো না।

সোমবার ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিষয়টি জানান তথ্যমন্ত্রী। পেয়াজের দর নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। মন্ত্রী বলেন, ইতোমধ্যে ভোক্তা অধিকার অধিদফতর অভিযান শুরু করেছে। তারা জরিমানা করেছে। এতে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এলেও পুরোপুরি আসেনি।

দাম বাড়ার পেছনে ভোক্তাদের মানসিকতাকেও দুষছেন ড. হাছান। তার কথায়, কোনো পণ্যের সংকট হচ্ছে- এমন গুজব রটালে সবাই গিয়ে এক কেজির জায়গায় পাঁচ কেজি কেনা শুরু করি আমরা। এতে ব্যবসায়ীরা আরও সুযোগ পায়। ক্ষেত্রেও আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর