গুরুদাসপুরে অনুমোদন ছাড়াই চলছে গোধুলী ডায়াগনস্টিক

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বাজারে গোধুলী ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। শুধু অনুমোদনই নয়, আল্ট্রাসনোগ্রাম; প্যাথলোজির জন্যও নেই পর্যাপ্ত উপকরণ। আছে নানা অব্যস্থাপনা। সেবার আড়ালে তারা চিকিৎসা নিয়ে বাণিজ্য করছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশ না করার শর্তে মশিন্দা এলাকার এক নারী রোগী জানা, নভেম্বর মাসের শেষ দিকে পেট ব্যাথার চিকিৎসার জন্য তিনি গোধুলী ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে তাকে বেশ টি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম করতে বলা হয়। পরীক্ষার রিপোর্টে পিত্তথলিতে টিউমার হয়েছে বলে তাকে জানানো হয়, সেই সঙেগ তাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেওয়া হয়। তাদের রিপোর্টের বিষয়ে রোগীর সন্দেহ হয়, পরে অন্যত্র পরীক্ষা করিয়ে জানতে পারেন- পিত্তথলিতে পাথর নয়, তিনি গ্যাষ্টিক রোগে ভুগছেন।

ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন নেই স্বীকার করে ব্যবস্থাপক রনি আহম্মেদ জানান, তারা সরকারি অনুমোদন পেতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। ডিপ্লোমা চিকিৎসক দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোর কথাও স্বীকার করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোজাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কেউ প্যাথলোজিক্যাল পরীক্ষা করতে পারবে না। প্যাথলোজিক্যাল পরীক্ষা না করতে গোধুলী ডায়াগনস্টিক সেন্টারকে এর আগে বলা হয়েছে। ওই প্রতিষ্ঠানসহ অনুমোদনহীন সব প্রতিষ্ঠঅন বন্ধে অচিরেই অভিযান পরিচালিত হবে।

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর