মন্তব্য
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। ওবায়দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের আলোচনা সভা হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষ্যে দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র্যালী হবে। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে এ র্যালী।
বিডি/আরডি/এমকে