বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারবে না আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

আইএলও কনভেনশনের ১০টির মধ্যে ৮টি পূরণ করা হয়েছে। শ্রম ইস্যুতে প্রতিযোগী দেশের মধ্যে ভালো অবস্থানে এমনকি চীনের চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাই আমেরিকা নৈতিক অবস্থান থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারবে না আমেরিকা। এসব কথা বলেছেন পোশাক শিল্পের উদ্যোক্তা নীটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর ইকোনোমিকস রিপোর্টার্স ফোরাম ( ইআরএফ) আয়োজিত পোশাক খাতের শ্রম ইস্যু নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা সেমিনারে সভাপতিত্ব করেন।

স্যাংশন  নিয়ে ভীত না হলেও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন এ সময় প্রমোহাম্মদ হাতেম। বলেন, এরপরও বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। রাজনৈতিক কারণে হলে অবশ্যই সরকারকে কূটনৈতিকভাবে সেটা সমাধানের উদ্যোগ নিতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন- শ্রম বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক এন সাইফুদ্দিন, শ্রমিক নেতা আমিরুল ইসলাম আমিন, শ্রমিক নেতা তৌহিদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, অতি সম্প্রতি শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও ট্রেড প্যানাল্টি বা বাণিজ্যে জরিমানা, ভিসা বিধিনিষেধসহ শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশনা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই দেশে সংশ্লিষ্টদের মাঝে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর