ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

মঙ্গলবার (১২ ডিসম্বর) থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এ কথা বলছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

এদিকে বৃষ্টির পর থেকেই দেশে বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসতে শুরু করেছে শীত। সারা দেশেই কুয়াশা পড়ছে, বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। কুয়াশার কারণে বেলা অনেকটা গড়ানোর পর দেখা মিলছে সূর্যের।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর