রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুরে ৫ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণে বীজ ও সার পেয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে তাদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, এ কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ২ হাজার ৫শ কৃষককে উফশী ধান বীজ ৫ কেজি হারে দেওয়া হয়েছে। এছাড়া সুবিধাভোগী কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এদিকে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম প্রমুখ।
কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন- বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৫শ কৃষককে এ বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে