মন্তব্য
দেশের বাজারে যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে, তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোসহ প্রশাসনকে কঠোর হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পেঁয়াজ ব্যবসায়ীকে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রসঙ্গত, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার খবর প্রকাশের পর থেকে দেশের বাজারে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বিডি/এন/এমকে