৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩

জলবায়ু সহনশীলতা উন্নয়নে সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সোমবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসিতে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে এডিবি ও সরকারের মধ্যে। ইআরডি এডিবির আলাদা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্যারিস চুক্তি-২০২১ অনুযায়ী সহায়তা পাচ্ছে বাংলাদেশ। ঋণের অর্থে জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩ থেকে ২০৫০ এবং জাতীয়ভাবে নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা হবে। এছাড়া কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন অবকাঠামো, নগর উন্নয়নসহ জলবায়ু খাতে সংস্কার বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ুর কারণে দেশের বার্ষিক গড় ক্ষতি প্রায় বিলিয়ন ডলার।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর