২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

১৮ মার্চ ২০২১

বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। করোনা পরিস্থিতিতে কর্মসংস্থান রক্ষায় এই ঋণ দেওয়া হচ্ছে।ইতোমধ্যে ঋণটি অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড। বুধবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটির ঢাকা অফিস। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)  এই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় এক হাজার সাতশ কোটি টাকা।

বিশ্বব্যাংক বলেছে, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের এক লাখ ৭৫ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

দক্ষতা, প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, পরামর্শ, ক্ষুদ্রঋণ ও স্বকর্মসংস্থান সহায়তার মতো সেবাগুলো পাওয়ার সুযোগ সৃষ্টিতে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। করোনার কারণে দেশে ফেরা দুই লাখ প্রবাসী কর্মীকে দেশে বা বিদেশে আবার কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে। 

এমকে


মন্তব্য
জেলার খবর