সারা দেশে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে গত রোববার (১০ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাকেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সময়ে অবরোধ ডেকেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তাদের সমমনা দল জোটের উদ্যোগে কর্মসূচি পালিত হবে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অবরোধ শেষ হবে।

এদিকে রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অবরোধ ডাকে জামায়াত। একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এ অবরোধ ডেকেছে দলটি।

ওদিকে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকায় বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার বাইরেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর