২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকেরা। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে আফগানিস্তান, পাকিস্তান নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে।
গ্রুপ পর্বের খেলায় ১৯ জানুয়ারি বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে। ব্লুমফন্টেইন মাঠে হবে এ ম্যাচ। একই মাঠে আয়ারল্যান্ডের সঙ্গে ২২ জানুয়ারি আর যুক্তরাস্ট্রের বিপক্ষে নামবে ২৬ জানুয়ারি।
১৬ দলের এ এ টুর্নামেন্ট চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৪১টি ম্যাচে শেষ হবে ক্রিকেটের এ আসর।
বিডি/এস/এমকে